পানি সম্পদ মন্ত্রণালয় এ ০৯টি শূণ্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2022

0 166

গত 24 শে মে পানি সম্পদ মন্ত্রণালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত হয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয় এ ০৯টি পদে ০৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এটি বেকারদের জন্য একটি চমৎকার সুযোগ হতে চলেছে। কারণ সবাই একটি ভালো চাকরি করতে চায়। এই ক্ষেত্রে, এই চাকরির বিজ্ঞপ্তিটি মানুষের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের দেশে অধিকাংশ মানুষই বেকার। তাদের জন্য এই কাজটি খুবই প্রয়োজনীয়। চলুন তাহলে এই চাকরির বিস্তারিত নিচের সুন্দরভাবে জেনে নেওয়া যাক।

 

পানি সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

 

গত 24 মে পানিসম্পদ মন্ত্রণালয়ের পানিসম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেখানে তারা ০৯টি পদে ০৯জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে। আগ্রহীরা চাইলে আগামী ০৫ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত নিচে এক নজরে দেখানো হলো। এছাড়াও পদের নাম বিবরণ ইত্যাদি নিচে সুন্দরভাবে দেওয়া হল।

 

পানি সম্পদ পরিকল্পনা সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্ষেপে দেখুন

 

প্রতিষ্ঠানের নাম:

পানিসম্পদ মন্ত্রণালয়

সংস্থার নাম:

পানিসম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো)

চাকরির ধরন:

অস্থায়ী

প্রার্থীর ধরন:

নারী-পুরুষ

কর্মস্থল:

ঢাকা

আবেদনের নিয়ম:

আগ্রহীরা warpo.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন শুরুর তারিখ:

২৩ মে ২০২২

আবেদনের শেষ সময়:

০৫ জুন ২০২২

সূত্র:

 

পদের নাম এবং সংখ্যাঃ

 

পদের নাম:  মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা/ অর্থনীতিবীদ

নিয়োগ সংখ্যা: 1 জন

শিক্ষাগত যোগ্যতা :  অর্থনীতি বিষয়ে প্রথম শ্রেণি স্নাতকোত্তর ডিগ্রী অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি।

অভিজ্ঞতা:  পানি সম্পদ পরিকল্পনা প্রণয়ন কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সহ প্রকল্প বাস্তবায়ন ও পরিকল্পনা প্রণয়ন কাজের সর্বমোট 15 বছরের অভিজ্ঞতা।

মাসিক বেতন: 50000-71200 টাকা

বয়স সীমা: 40 বছৱ

 

পদের নাম:  ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা অর্থনীতিবিদ

নিয়োগ সংখ্যা: 1 জন

শিক্ষাগত যোগ্যতা : অর্থনীতি বিষয়ে প্রথম শ্রেণি স্নাতকোত্তর ডিগ্রী অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি।

অভিজ্ঞতা: পানি সম্পদ পরিকল্পনা প্রণয়ন কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সহ প্রকল্প বাস্তবায়ন ও পরিকল্পনা প্রণয়ন কাজের সর্বমোট 8 বছরের অভিজ্ঞতা।

মাসিক বেতন:  35500-67010 টাকা

বয়স সীমা: 35 বছৱ

 

পদের নাম:  ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সমাজ

নিয়োগ সংখ্যা: 1 জন

শিক্ষাগত যোগ্যতা :  সমাজ বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণি স্নাতকোত্তর ডিগ্রী অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি।

অভিজ্ঞতা: পানি সম্পদ পরিকল্পনা প্রণয়ন কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সহ প্রকল্প বাস্তবায়ন ও পরিকল্পনা প্রণয়ন কাজের সর্বমোট 8 বছরের অভিজ্ঞতা।

মাসিক বেতন: 35500-67010 টাকা

বয়স সীমা: 35 বছৱ

 

পদের নাম:  বৈজ্ঞানিক কর্মকর্তা বা সহকারী প্রকৌশলী ভূ-পরিস্থ পানি

নিয়োগ সংখ্যা: 1 জন

শিক্ষাগত যোগ্যতা :  পুরকৌশল বা পানিসম্পদ কৌশল বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী।

অভিজ্ঞতা:  বর্ণিত বিষয়ে সমূহের স্নাতকোত্তর ডিগ্রীধারীদের অগ্রাধিকার পাবেন।

মাসিক বেতন: 22000-53060 টাকা

বয়স সীমা: 30 বছৱ

 

পদের নাম:  বৈজ্ঞানিক কর্মকর্তা বা সহকারি প্রকৌশলী কৃষি

নিয়োগ সংখ্যা: 1 জন

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি প্রকৌশল বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রী।

অভিজ্ঞতা:  তেমন কোনো বিশেষ অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে বর্ণিত বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রীধারীদের অগ্রাধিকার পাবে।

মাসিক বেতন: 22000-53060 টাকা

বয়স সীমা: 30 বছৱ

 

পদের নাম:  বৈজ্ঞানিক কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী ভূগর্ভস্থ পানি

নিয়োগ সংখ্যা: 1 জন

শিক্ষাগত যোগ্যতা : পুরকৌশল বা পানিসম্পদ কৌশল বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী।

অভিজ্ঞতা: বর্ণিত বিষয়ে সমূহের স্নাতকোত্তর ডিগ্রীধারীদের অগ্রাধিকার পাবেন।

মাসিক বেতন: 22000-53060 টাকা

বয়স সীমা: 30 বছৱ

 

পদের নাম:  বৈজ্ঞানিক কর্মকর্তা পরিবীক্ষণ ও মূল্যায়ন

নিয়োগ সংখ্যা: 1 জন

শিক্ষাগত যোগ্যতা : পুরকৌশল বা পানিসম্পদ কৌশল বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী।

অভিজ্ঞতা: বর্ণিত বিষয়ে সমূহের স্নাতকোত্তর ডিগ্রীধারীদের অগ্রাধিকার পাবেন।

মাসিক বেতন: 22000-53060 টাকা

বয়স সীমা: 30 বছৱ

 

পদের নাম:  সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

নিয়োগ সংখ্যা: 1 জন

শিক্ষাগত যোগ্যতা :  কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যুন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রী।

অভিজ্ঞতা:  কম্পিউটার ব্যবহার দক্ষতা ও বাংলা ও ইংরেজি সাঁটলিপিতে প্রয়োজনীয় দক্ষতা।

মাসিক বেতন: 10200-24680 টাকা

বয়স সীমা: 30 বছৱ

 

পদের নাম:  রিপ্রোডাকশন হেলপার

নিয়োগ সংখ্যা: 1 জন

শিক্ষাগত যোগ্যতা :  অষ্টম শ্রেণী উত্তীর্ণ।

অভিজ্ঞতা:  তেমন কোনো অভিজ্ঞতা প্রয়োজন নাই।

মাসিক বেতন: 8500-20570 টাকা

বয়স সীমা: 30 বছৱ

 

WARPO job circular 2022:

 

পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনি যদি সেই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী কোন একটি পদে নিজেকে যোগ্য মনে করে থাকেন তাহলে আপনি চাইলে আবেদন করতে পারেন। আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান, তাহলে আপনাকে সময়সীমার মধ্যে আপনার আবেদন জমা দিতে হবে। 

 

আরও গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিসমূহ পড়তে পারেন:

 

পানি সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তির অফিশিয়াল নোটিশ:

পানি সম্পদ মন্ত্রণালয় নিয়োগ_Page_1

warpo নিয়োগ_Page_2

warpo নিয়োগ_Page_3

warpo নিয়োগ_Page_4

Leave a comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More