মানবিক সাহায্য সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি 2022

0 231

জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা হচ্ছে মানবিক সাহায্য সংস্থা এমএসএস। 1974 সাল থেকেই প্রান্তিক মানুষের দরিদ্র বিমোচন সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিখুঁত ভাবে পরিচালনা করে আসছে এই সংস্থাটি। সম্প্রতি এই সংস্থাটি একটি ঋণ কার্যক্রম চলমান রয়েছে যেটি 154 টি শাখার মাধ্যমে ক্ষুদ্রঋণ এবং মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ কার্যক্রম পরিচালনা করবে। তাই বিভিন্ন জেলায় সংসার ক্ষুদ্রঋণ কর্মসূচী সম্প্রসারণের লক্ষ্যে তাদের জরুরী ভিত্তিতে কর্মী প্রয়োজন। আর তাই তারা জরুরী ভিত্তিতে নিম্নোক্ত সাতটি শূন্য পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চলুন নিচে মানবিক সাহায্য সংস্থা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

মানবিক সাহায্য সংস্থা এনজিও নিয়োগ 

 মানবিক সাহায্য সংস্থা 660 জন জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত বিজ্ঞপ্তিতে নারী ও পুরুষ উভয়েই প্রার্থী চাইলে আবেদন করতে পারবে। এই নিয়োগ বিজ্ঞপ্তির কারণে অনেক বেকার ছেলে মেয়ের এখন চাকরি সংস্থান হবে। আপনি যদি নিচের কোনো একটি পদের জন্য নিজেকে যোগ্য মনে করে থাকেন তাহলে আবেদন করতে পারেন। চলুন মানবিক সাহায্য সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত এক নজরে দেখে নেওয়া যাক এবং পদের বিবরণ জেনে নেওয়া যাক।

প্রতিষ্ঠানের নাম:

মানবিক সাহায্য সংস্থা এমএসএস

সংস্থার নাম:

মানবিক সাহায্য সংস্থা এমএসএস

চাকরির ধরন:

 এনজিও চাকরি

প্রার্থীর ধরন:

নারী-পুরুষ

কর্মস্থল:

সকল জেলা

আবেদনের নিয়ম:

প্রয়োজনীয় ডকুমেন্টস সহ আবেদন লিখে নির্ধারিত স্থানে কুরিয়ারে অথবা ডাকে অথবা নিজের হাতে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়:

20 জুন 2022

সূত্র:

মোট নিয়োগ সংখ্যা

660 জন

ক্যাটাগরি সংখ্যা

8 টি

প্রার্থীর বয়স

45 বছর

প্রার্থীর যোগ্যতা

স্নাতকোত্তর

পদের নাম এবং সংখ্যাঃ

 

পদের নাম:  জেনারেল/ ক্লস্টার ম্যানেজার

নিয়োগ সংখ্যা: 05 জন

শিক্ষাগত যোগ্যতা : স্নাতকোত্তর বা সমমান

অভিজ্ঞতা: 1-10 বছরের

মাসিক বেতন: 47000-55000 টাকা

বয়স সীমা: 45 বছৱ

 

পদের নাম:  এরিয়া ম্যানেজার ক্ষুদ্রঋণ

নিয়োগ সংখ্যা: 10 জন

শিক্ষাগত যোগ্যতা :  স্নাতকোত্তর বা সমমান

অভিজ্ঞতা: 1-8 বছরের

মাসিক বেতন:  38000-42000 টাকা

বয়স সীমা: 42 বছৱ

 

পদের নাম:   ব্রাঞ্চ ম্যানেজার ক্ষুদ্রঋণ

নিয়োগ সংখ্যা: 50 জন

শিক্ষাগত যোগ্যতা :   স্নাতক/ স্নাতকোত্তর বা সমমান

অভিজ্ঞতা: 1-3 বছরের

মাসিক বেতন: 30000-36000 টাকা

বয়স সীমা: 40 বছৱ

 

পদের নাম: লোন এবং সেভিংস অফিসার এমএসএমআই

নিয়োগ সংখ্যা: 20 জন

শিক্ষাগত যোগ্যতা :  স্নাতক/ স্নাতকোত্তর বা সমমান

অভিজ্ঞতা:  2 বছরের

মাসিক বেতন: 21400-29300 টাকা

বয়স সীমা: 35 বছৱ

 

পদের নাম:  কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার সিডিও

নিয়োগ সংখ্যা: 200 জন

শিক্ষাগত যোগ্যতা : স্নাতক/ স্নাতকোত্তর বা সমমান

অভিজ্ঞতা: 2 বছরের

মাসিক বেতন: 19400-25100 টাকা

বয়স সীমা: 35 বছৱ

 

পদের নাম: প্রশিক্ষণার্থী কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার টিসিডিও

নিয়োগ সংখ্যা: 350 জন

শিক্ষাগত যোগ্যতা : স্নাতক/ স্নাতকোত্তর বা সমমান

অভিজ্ঞতা:  প্রয়োজন নাই

মাসিক বেতন: 17300-20600 টাকা

বয়স সীমা: 32 বছৱ

 

পদের নাম:   শাখা হিসাব রক্ষক

নিয়োগ সংখ্যা: 25 জন

শিক্ষাগত যোগ্যতা :  বাণিজ্য বিভাগে স্নাতক স্নাতকোত্তর বা সমমান

অভিজ্ঞতা:  প্রয়োজন নেই

মাসিক বেতন: 17300-20600 টাকা

বয়স সীমা: 32 বছৱ

 

মানবিক সাহায্য সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি 2022

 

মানবিক সাহায্য সংস্থায় কর্মরত প্রার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু সুযোগ-সুবিধা হলো উৎসব ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, কর্মী নিরাপত্তা, মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা, মোবাইলফোন ভাতা, চিকিৎসা অনুদান, মৃত্যু বা দুর্ঘটনাজনিত বীমা সুবিধার  ন্যয় আর্থিক সহায়তা ও সন্তানের জন্য শিক্ষাবৃত্তি বাই সাইকেল বা মোটরসাইকেল সুযোগ-সুবিধাসহ সংস্কার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রদান করে থাকে। প্রতিমাসে বেতনের অতিরিক্ত হিসেবে মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা ও ফোন ভাতা প্রদান করা হবে।

 

আরও গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিসমূহ পড়তে পারেন:

 

আবেদনের নিয়মাবলী:

 মানবিক সাহায্য সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি দেখে যদি আপনিও নিজেকে যোগ্য ব্যক্তি বলে মনে করে থাকেন তাহলে আপনিও চাইলে আগামী আগামী 20 জুনের মধ্যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র ও জাতীয় পরিচয় পত্র সনদ পত্রের ফটোকপি বর্তমান অথবা সর্বশেষ কর্মরত প্রতিষ্ঠান আইডি কার্ডের ফটোকপি এবং বর্তমানে তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি সহ “নির্বাহী পরিচালক, মানবিক সাহায্য সংস্থা (এমএসএস), সেল সেন্টার (৪র্থ তলা),29 পশ্চিম পান্থপথ, ঢাকা 1205” বরাবর আবেদন করতে পারেন যা সরাসরি হাতে হাতে/ডাক/কুরিয়ার যোগে পাঠাতে হবে। প্রার্থী পছন্দনীয় পদের নাম অবশ্যই আবেদনপত্র খামের উপর উল্লেখ করে আবেদন করতে হবে।

আপনি চাইলে mssbd.org/career এর মাধ্যমে আবেদন করতে পারেন অথবা আপনার আপডেট করা সিভি [email protected]-এ পাঠাতে পারেন। বিষয় লাইনে চাকুরী পদমর্যাদা নাম উল্লেখ করতে হবে।

Leave a comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More